সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগদান সারলেন আমিরকন্যা ইরা

বিনোদন

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে এবার পারিবারিকভাবে বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মুম্বাইতে সম্পূর্ণ হয়েছে ইরার বাগদান অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন, আমির খান, তার মা জিনাত হুসেইন ও প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ভাগ্নে ইমরান খানসহ পরিবারের মানুষজন এবং বন্ধুরা।

ইরা খানকে বাগদানের দিনে একটি লাল পোশাকে এবং নূপুর শিখরেকে একটি টাক্সেডোতে জমকালো দেখাচ্ছিল। এদিকে গত সেপ্টেম্বরে একটি সাইক্লিং ইভেন্টের ইরাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দেন নূপুর।

সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে করেছিলেন ইরা। ক্যাপশনে লিখেছিলেন, ‘পপিই: সে হ্যাঁ বলেছে। ইরা: হেহে আমি হ্যাঁ বলেছি।’ বাগদানের সেই ভিডিও প্রকাশের পর বন্ধু ও স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন আমিরকন্যা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন