বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা আওয়ামি লীগ নেতা রুমী বিশ্বাস আর নেই

লোহাগড়া প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বি, এম হাসান ফেরদৌস আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের গোপিনাথপুরস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বি, এম হাসান ফেরদৌস রুমী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি লোহাগড়া উপজেলার এলজিইডি অফিসে অবসরপ্রাপ্ত কর্মচারি ছিলেন।

মরহুমের প্রথম জানাজা বুধবার বাদ যোহর লক্ষীপাশা আল মারকাজুল মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০ টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ঘাঘা গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বি, এম হাসান ফেরদৌস রুমীর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন