পে-স্কেল ঘোষণার পূর্ব পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে বিশ^বিদ্যালয়ের ভাস্কর্য দুর্বার বাংলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ফেডারেশনের নেতা সুবীর দত্ত, ইমরান আলী রনি, অলিয়ার রহমান রাজু, পারভেজ আলম, ইয়াছিন আলী, মুরাদ হোসেন, হাফিজুর রহমান, মিঠুন কুমার দাস, হাফিজুর রহমান, মো. তরিকুর ইসলাম, নুরুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মচারীদের সংগঠন বাংলাদেশ আন্ত.বিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশন তাদের ঘেষিত দাবি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি গত ৭ অক্টোবর জরুরি সভায় দাবি আদায়ে ১৪ নভেম্বর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কুয়েটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/েএইচ