মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

স্বেচ্ছাসেবক দল নেতাকে পরিকল্পিত হত্যার অভিযোগ নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুইয়ার হত্যাকান্ডের জড়িত এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হত্যাকান্ডের খবর পেয়ে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ দলীয় নেতাকর্মীরা হাসপাতাল এলাকায় জড়ো হন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দলের লোকেরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। নেতাকর্মীদের দেশব্যাপি যে হত্যাকান্ড ঘটছে এটা তারই ধারাবাহিকতা বলে উল্লেখ করেন নেতারা। দুপুর দুইটায় বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় তার প্রথম জানাজা এবং পুরাতন বাজারে দ্বিতীয় জানাজা শেষে সরুই কবর স্থানে দাফন হওয়ার কথা রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলি করে হত্যা করা হয় নুরে আলম তানু ভুইয়াকে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন