খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত
  লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে
বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ এলাকাবাসীর

পাইকগাছায় বিদ্যালয়ের নির্মাণ কাজে প্রিকাস্ট পাইল বসানোর কম্পনে আতঙ্কিত স্থানীয়রা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণে প্রিকাস্ট পাইল বসানোর সময় মারাত্মক কম্পনের সৃষ্টি হচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েছেন বিদ্যালয় সংলগ্ন অধিবাসীবৃন্দ। এদিকে স্থানীয় অধিবাসীদের ঘরবাড়ি ও পাকা স্থাপনা ঝুঁকিপুর্ণ ও ক্ষতিগ্রস্থ হতে পারে এমন আশংকায় এলাকাবাসী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, প্রায় দুই মাসে আগে থেকে উপজেলা সদরের পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় অভ্যন্তরে ৬তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বর্তমানে ভবন নির্মাণের জন্য একটি প্রিকাস্ট পাইল বসানো হয়েছে। কিন্তু প্রিকাস্ট পাইল বসানোর সময় ভুমিকম্পনের মত আশেপাশের বাড়ি ঘরে মারাত্মক কম্পনের সৃষ্টি হচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় অধিবাসীবৃন্দ।

বিদ্যালয় সংলগ্ন ৮ ও ৯ নং ওয়ার্ডের অধিবাসীবৃন্দ জানিয়েছেন, মারাত্মক কম্পনের ফলে পরিবার পরিজন নিয়ে তারা বসবাসের ক্ষেত্রে খুবই ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা করছেন। কেননা একটি প্রিকাস্ট বাসানোর সময় যে কম্পনের সৃষ্টি হয়েছে তাতে তারা খুবই আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। বিদ্যালয় সংলগ্ন আশেপাশে বসতবাড়িগুলি আধা-পাকা, পাকাস্থাপনা ও বহুতল বিল্ডিংও রয়েছে। এলাকাবাসী প্রিকাস্ট পাইল বসানোর পরিবর্তে বিকল্প ডিজাইনে করলে ক্ষয়ক্ষতির আশংকা থাকবে না বলে জানিয়েছেন। এদিকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জমান মুঠোফোনে জানিয়েছেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে ফ্যাসিলিটিজ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!