বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই শাহিন আফ্রিদির আঘাত

ক্রীড়া প্রতিবেদক

সুপার টুয়েলভের লড়াই শেষে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। যেখানে প্রথম সেমিফাইনালে মুখোমুখি একবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। প্রথমে বল করতে আসেন শাহিন আফ্রিদি। ব্যাটিংয়ে আসেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে।

প্রথম বল ৪ মেরে শুরু করলেও পরে বলে এলবির শিকার হন ফিন এলেন, সেটা রিভিউতে রক্ষা পায়। তবে পরে বলে আবারও একই শিকার হন এলেন। অ্যালেনর সংগ্র ছিল ৩ বলে ৪ রান।

শেষ খরব পাওয়া পযর্ন্ত কিউইদের সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন