মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন যাত্রী আহত হয়েছেন। সোমবার উপজেলার বালইয়ের দোকন নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন, মতলেব খা। তিনি উপজেলার সুগন্ধি এলাকার বাসিন্দা।

আহতরা হলেন, রুহিন খা ও সৈকত খা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে রাখালগাছী থেকে একটি মোটরসাইকেল যোগে তিনজন যাত্রী কাটাখালীর দিকে আসছিলেন। এসময়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মতলেব খা’র মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইটের ট্রলি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন