বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বিতর্কিত সিদ্ধান্তে আউট সাকিব

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। কঠিন পরীক্ষায় আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। বিতর্কিত এলবিডব্লিউ’র সিদ্ধান্তে শূন্য হাতে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে শাদাব খানের ডেলিভারি সাকিবের ব্যাট কিঞ্চিৎ ছুঁয়ে জুতায় লাগে। এলবিডব্লিউয়ের আবেদনে আউটের সিদ্ধান্ত দেন অনফিল্ড আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সাকিব। রিভিউয়েও ব্যাটে বল লাগার বিষয়টি নজরে পড়েছে। এমনকি টিভি ধারাভাষ্যকাররাও ব্যাটে লাগার বিষয়টি আলোচনা করছিলেন। তবে থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্তে বহাল থাকেন। সাজঘরে ফেরার সময় হতাশ দেখা যায় সাকিবকে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন