খুলনা, বাংলাদেশ | ১৮ মাঘ, ১৪৩১ | ১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

ফরিদপুর-২ উপনির্বাচন : ভোট গ্রহণ কেন্দ্র ফাঁকা

গেজেট ডেস্ক

ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর ইউনিয়ন) সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম রয়েছে। কোনো কোনো কেন্দ্রে একেবারেই ভোটার নেই।

সকাল ৯টার দিকে নগরকান্দার রামনগর ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালমা ইউনিয়নের আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কেন্দ্রসহ তিন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে মোট ভোট দিয়েছেন ২৬ জন। তালমার আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ৪ হাজার ৭২ জনের মধ্যে ভোট দিয়েছেন ৩২ জন ভোটার। সেখানে নারী কেন্দ্রে ১ হাজার ৯৯৬ ভোটারের বিপরীতে ভোট পড়েছে মাত্র তিনটি।

তালমা আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ইউসুফ আলী খান বলেন, সকালে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি তেমন নেই। আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। সংসদীয় আসনের ১৮টি ইউনিয়নের ১২৩টি ভোটকেন্দ্রের ৮০৬টি কক্ষে ভোট গ্রহণ চলছে। এ আসনে নারী-পুরুষ ও একজন হিজড়া ভোটার মিলে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু। তিনি প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জয়নুল আবেদীন বকুল মিয়া। তিনি দলীয় প্রতীক বটগাছ নিয়ে নির্বাচন করছেন। জয়নুল আবেদীন ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি বড়। তিনি আরবি শিক্ষার পাশাপাশি এলএলবি পাস করেছেন। বর্তমানে ফরিদপুর জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরীর মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী গত সোমবার (১০ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!