বিমানের টিকিটের জন্য কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজ বৃহস্পতিবারও (২৪ সেপ্টেম্বর) অবস্থান নিয়েছেন সৌদি প্রবাসীরা। সকাল থেকে সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের সামনের ফুটপাতে অবস্থান নিয়েছেন প্রবাসীরা। টিকিট নিয়ে যেনো কোন কারসাজি না হয় তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। গত কয়েকদিন ধরে প্রবাসীরা সাউদিয়া এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানের টিকিট এবং ফ্লাইটের দাবিতে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশি শ্রমিকদের জন্য আকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ ২৪ দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরব। পাশাপাশি রিয়াদ ও জেদ্দায় সপ্তাহে বাংলাদেশকে চারটি ফ্লাইট চালুর অনুমোদনও দেয়া হয়েছে। আর ভিসা দেয়ার জন্য রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে খোলা থাকবে ঢাকার সৌদি দূতাবাস।
খুলনা গেজেট/এআইএন