শীত মৌসুমের আগের সময়টাতেও ডেঙ্গুর ভয়াবহ বিস্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গুতে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৪৮ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫৩২ ও ঢাকার বাইরে ৪৫১ জন রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে সারা দেশে ৩ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ২ হাজার ৩২২ ও ঢাকার বাইরে ১ হাজার ২৭৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৯ হাজার ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৪৮ জন। বাকি ১২ হাজার ৪৫৯ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৬১ জন। ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ১৩৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলো থেকে ১১ হাজার ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
খুলনা গেজেট/ টি আই