মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় নিরাপদ পানি ও জলবায়ু বিষয়ক মতবিনিময়

মোংলা প্রতিনিধি

বৃষ্টির জল আহরণের মাধ্যমে নিরাপদ পানীয় জল নিশ্চিতকরণ ও জলবায়ু সক্ষমতা অর্জনে মোংলার গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ব্র্যাক। সোমবার (৩১ অক্টোবর) মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা মোংলা উপজেলার সাধারন মানুষের বিশুদ্ধ খাবার পানির সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনের ব্যাপারে দিকনির্দেশনামূলক আলচনা করেন।

প্রকল্প উপস্থাপক স্পেশালিস্ট, এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন্স দিলশাদ জাহানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন কর্মসূচি (ব্র্যাক) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাপস রঞ্জন চক্রবর্তী, প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান ও মোংলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন