পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক ভারতীয় নাগরিক তারেক বাইন (৬০) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল বলে হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান।
মারা যাওয়া তারেক বাইনের পিতার নাম মরন বাইন, গ্রাম-সোনার গ্রাম, পশ্চিম বিহার, ভারত। তার হাজতি নম্বর- ২১৩/২০২২। তার বিরুদ্ধে জাজিরা থানার মামলা নম্বর ০৯, তাং-০৮.০৭.২০২১, জিআর-১৪৩/২০২১, ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্ট এর ৪ ধারায় সে সময় তাকে আটক করা হয়।
জানাগেছে, শরিয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ২০২১ সালের ৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেয়া হয় এবং পরবর্তীতে গত ২০ জানুয়ারী গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। সংশ্লিষ্ট বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে দাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান বলে জেল সুপার মোঃ ওবায়দুর রহমান জানান।
মৃত ওই হাজতির মৃত্যুদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানা গেছে।