শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থী’র মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজরুল হক রোমান নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ ফজরুল হক রোমান কালিয়া উপজেলার টোনা গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানাগেছে, রোমান গতকাল শনিবারে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। আজ রোববার বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করা হয়। রাতে সে মৃত্যু বরণ করে।

গত শুক্রবারে জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নিজের ফেসবুক আইডিতে ‘ জ্বর’ লিখে স্ট্যাটাস দেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন