দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হারায় ভারতের চাইতে বেশি কষ্ট পেয়েছে পাকিস্তানের সমর্থকরা। কারণে এই জয়ে পাকিস্তানের সেমি ফাইনালে ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেল।
ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে উঠলো। ভারত সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেলে দুইয়ে। ৩ ম্যাচের মধ্যে দুটিতে হেরে পয়েন্ট টেবিলে এখন ৫ম অবস্থানে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এর মধ্যে প্রোটিয়ারা এক ম্যাচ জিতলেই বিদায় নেবে পাকিস্তান।
কঠিন সমীকরণের মারপ্যাচে আজ সকাল থেকেই ভারতের জয় প্রত্যাশা করেছিল পাকিস্তানের সমর্থকরা। আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারাতে পারলে ভারতই পয়েন্ট টেবিলের শীষ অবস্থানে থাকতো। বাংলাদেশ থাকতো দ্বিতীয় অবস্থানে। ভারতের বিরুদ্ধে জয় শুধু পাকিস্তানেরই নয়, বাংলাদেশের জন্যও কঠিন হয়ে গেল সেমির সমীকরণ। তবে অঙ্কের খাতা এলোমেলো করে দিতে অস্ট্রেলিয়ার শীতকালীন বৃষ্টি তো আছেই!