সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
শনিবার (২৯ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও গাজি টিভি।
দুই দলে আছে একটি করে পরিবর্তন। বিনুরা ফার্নান্দোর বদলে কাসুন রাজিথা এসেছেন শ্রীলঙ্কা একাদশে। আর নিউজিল্যান্ড দলে ঢুকেছেন ড্যারিল মিচেল বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান।
চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। দুই দলের ব্যবধানটা এক পয়েন্টের হলেও গ্রুপ-১ এ তাদের অবস্থানের পার্থক্যটা বেশ। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড, দুই পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে পাঁচে। তাই এ ম্যাচে জিতে অবস্থানে পরিবর্তন আনাই লক্ষ্য দুই দলের।
পরিসংখ্যানে কিছুটা হলেও এগিয়ে নিউজিল্যান্ড। টি টোয়েন্টিতে ১৯ দেখায় ১০ জয়। শ্রীলঙ্কা জিতেছে ৮ ম্যাচ। তবে বিশ্বকাপের মঞ্চে ৫ হেড টু হেডে এগিয়ে লঙ্কা।
লঙ্কানদের জন্য চ্যালেঞ্জের নাম ব্ল্যাকক্যাপ টপ আর্ডার। ফিন অ্যালেন, ডেভন কনওয়েরা ঝড়ো শুরুর অপেক্ষায়। ইনিংস এগিয়ে নিতে যথেষ্ট কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, জেমি নিশাম।
হাসারাঙ্গা, থিকসানা দুই লঙ্কান স্পিনার ব্যবধান গড়ে দেয়ার সামর্থ্য রাখেন। তবে গেলো ম্যাচে অবশ্য দুজনেই ছিলেন খরুচে। আর ব্যাটিং ইউনিটের নির্ভরতা অনেকাংশে কুসল মেন্ডিস, রাজপাকসে, শানাকার উপর।
নিউজিল্যান্ড স্কোয়াড
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা স্কোয়াড
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।