খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে দুই শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

জিম্বাবুয়েকে পাকিস্তান সফরের অনুমতি দিল দেশটির সরকার

প্রস্তাবিত সফরের জন্য পাকিস্তানে জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) যাওয়ার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে সরকার। এই সফরটি চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা রয়েছে। জেডসি’র বরাতে দেশটির স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিশনের (এআরসি) ডিরেক্টর জেনারেল প্রিন্স মুপাজভিরিহো খবরটি নিশ্চিত করেন। সীমিত ওভারের এই সফরে দু’দল তিন ম্যাচের ওয়ানডে ও কয়েকটি টি-টোয়েন্টি খেলবে।

এদিকে এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে ২৫ সদস্যের একটি দল নিয়ে হারারেতে অনুশীলন শুরু করেছে জিম্বাবুয়ে। আর এসআরসি নিশ্চিত করছে প্রতিটি ক্রিকেটারই যেন কোভিড-১৯ এর নিয়ম মেনে অনুশীলন করে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই ওয়ানডে সিরিজটি যথাক্রমে ৩০ অক্টোবর এবং ১ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর সূচি অনুযায়ী নভেম্বরের ৭, ৮ ও ১০ তারিখে তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!