বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

প্রথম ওভারেই তাসকিনের জোড়া উইকেট

ক্রীড়া প্রতিবেদক

পুঁজিটা খুব বেশি বড় নয়। এমন পুঁজি নিয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। প্রথম দুই বলেই তুলে নিয়েছেন দুই উইকেট।

উইকেটে একটু মুভমেন্ট আছে, তা প্রথম ইনিংসেই দেখা গেছে বেশ। তার ফায়দা লুটতেই দুই স্লিপ নিয়ে ফিল্ডিং শুরু করেছিল বাংলাদেশ। সেটাই কাজে দিল প্রথম বলে।

ইনিংসের প্রথম বলে তাসকিন তুলে নেন বিক্রমজিৎ সিংকে। বলটা করিডোর অফ আন্সার্টেইন্টিতে করেছিলেন তিনি। তাতেই খোঁচা মেরে দিয়েছেন ডাচ ওপেনার। বলটা চলে যায় দুই স্লিপের প্রথমজনের কাছে। সামনে ঝুঁকে দারুণ এক ক্যাচ নেন ইয়াসির আলী।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন