‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বর্তমান প্রেক্ষাপট ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যম কর্মীদের সাথে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক’র সহযোগিতায় আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজক।
শুরুতেই নারী ও শিশু নির্যাতন বন্ধে সাংবাদিকদের সহযোগিতা ও কাজের ক্ষেত্র চিহ্নিতকরণ আলোচনায় করা হয়। একই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সাংবাদিকদের ভূমিকা ও করনীয় সম্পর্কে মতামত গ্রহণ ও প্রশ্ন-উত্তর পর্বের মধ্যদিয়ে সভা শেষ হয়।
ব্র্যাক খুলনা বিভাগীয় ব্যাস্থাপক পিএসইউ মোঃ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। বিশেষ অতিথি ছিলেন কালের কন্ঠ’র কৌশিক দে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক’র ইএমবি প্রজেক্টের বিভাগীয় প্রধান মোঃ সেলিম মোল্যা। বক্তৃতা করেন সাংবাদিক এএইচএম শামিমুজ্জামান, আবু হাসান হিমালয়, আশরাফুল ইসলাম নূর, ব্র্যাক’র বিভাগীয় কর্মকর্তা নয়ন কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ জাহিদ হাসান।
খুলনা গেজেট/এআইএন