খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরের উদ্বোধন আগামীকাল বেলা সাড়ে ১১ টায় করা হবে। প্রধান অতিথি হিসেবে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং অপরাজিতা হলের মধ্যবর্তী বিশ্ববিদ্যালয় লেকের পাশে নির্মিত এই মন্দিরের মূল ভবনের আয়তন আনুমানিক ১১শ’ বর্গফুট এবং মন্দির চত্বরের আয়তন আনুমানিক ৩ হাজার বর্গফুট।
মন্দির নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু জানান যে, এই মন্দির নির্মাণে মাটি ভরাটসহ এ পর্যন্ত ব্যয় হয়েছে আনুমানিক ৪৬ লাখ টাকা। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এনএম