যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় অব্যাহতি নিয়েছেন লিজ ট্রাস। বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজা ৩য় চার্লসের কাচে পদত্যাগপত্র জমা দেন যুক্তরাজ্যের সবচেয়ে অল্প সময় ক্ষমতায় থাকা এই কনজারভেটিভ নেতা।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণাও করেন তিনি। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সেপ্টেম্বরের শুরুর দিকে দেশের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদে আসীন হয়েছিলেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের মধ্যেই যবনিকা পতন ঘটল সেই অধ্যায়ে।
মূল্যস্ফীতিতে টালমাটাল অবস্থায় যুক্তরাজ্যের অর্থনীতি। এমন সময় সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন লিজ ট্রাস। এর আগে গতকাল বুধবার পদত্যাগ করেন ট্রাস মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান।
খুলনা গেজেট/ টি আই