মোংলায় নানা আয়োজনে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মোংলার সেন্ট পল্স ধর্মীয় পল্লীতে ফাদার রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে র্যালী বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মীয় পল্লীতে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত, সহকারি প্রধান শিক্ষক চিরঞ্জিত হালদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মো. নূর আলম শেখ, মো. হারুন গাজী, জানে আলম বাবু, বীণা মল্লিক, মনির হোসেন, ছবি হাজরা, মিতালী বাওয়ালী প্রমূখ। এসব অনুষ্ঠানে সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন ।
ইতালির ভেনিসের অদূরে ভিন্নাভেরলা গ্রামে জন্মগ্রহণ করেন রিগান।খ্রিস্ট ধর্মযাজক হিসেবে তিনি ১৯৫৩ সালে বাংলাদেশে আসেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে শেষে তিনি মোংলার শেলাবুনিয়া গ্রামে একটি চার্চ ও একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং ওই গ্রামেই স্থায়ী আবাস গড়ে তোলেন।
মুক্তিযুদ্ধে ফাদার মারিনো রিগনের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০০৯ সালে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। এরপর ২০১২ সালে দেয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।
রিগন ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালে ২০ অক্টোবর মারা যান তিনি।মৃত্যুর এক বছর পর শেষ ইচ্ছানুযায়ী ২০১৮ সালের ২২ অক্টোবর ইতালি থেকে তার মরাদেহ মোংলায় এনে শেহলাবুনিয়াতেই সমাহিত করা হয়।
খুলনা গেজেট/এসজেড