খুলনা, বাংলাদেশ | ১৮ মাঘ, ১৪৩১ | ১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

বাস বন্ধের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই : কাদের

গেজেট ডেস্ক

বিএনপির বিভাগীয় সমাবেশ সামনে রেখে ময়মনসিংহের মতো খুলনায় বাস বন্ধ করে দেয়ার ঘোষণার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বাস মালিকরা যদি বিএনপির কর্মসূচিকে ঘিরে ভয় পান, তাহলে তাদের কী করার আছে।

শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের দুই দিন আগে বৃহস্পতিবার সেতু ভবনে ব্রিফিংয়ে মন্ত্রী এই মন্তব্য করেন। বাস বন্ধ না থাকলেও চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে পলো গ্রাউন্ড কেন ভরেনি, সেই প্রশ্নও রাখেন তিনি।

১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের রাতে আচমকা বাস বন্ধ করে দেয়ায় ব্যাপক ভোগান্তিকে পড়ে যাত্রীরা। এক সপ্তাহ পরে খুলনায় বিএনপির সমাবেশের আগে বাস বন্ধ করে দেয়ার ঘোষণা এসেছে আরও চার দিন দিন আগে। মঙ্গলবার রাতেই পরিবহন মালিকদের পক্ষ থেকে ঘোষণা আসে শনিবার তাদের বাস চলবে না।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের সমাবেশে লোকসমাগমে বাধা দিতেই সরকার এটি করেছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগ অসার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না।’

তিনি বলেন, ‘ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কী করার আছে?’

বিএনপির সমাবেশে সরকার হাত বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন কাদের। বলেন, সরকার বিএনপির সমাবেশে বাধা তো দেয়নি বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। তাদের সমাবেশে লোকসমাগম হলে বলে সরকার ব্যর্থ। আবার লোকসমাগম না হলে বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

চট্টগ্রামে হয়ে যাওয়া বিএনপির সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা কি ছিল? পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থলই পূর্ণ হয়নি কেন?




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!