মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাঘের ধাওয়া খেয়ে গাছে আশ্রয়, বনজীবিকে উদ্ধার করলো স্থানীয়রা

ওয়াসিম আরমান, মোংলা

সুন্দরবনে কাকড়াঁ ধরতে গিয়ে বাঘের তাড়া খেয়ে গাছে আশ্রয় নেয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়া ওই ব্যক্তি মোংলা জয়মনি এলাকার তৈয়ব মোল্লার ছেলে ওমর মোল্লা (৫০)।

তাকে উদ্ধার করতে যাওয়া সুমন হাওলাদার বলেন, সকালে ওমর মোল্লা সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে একটি বাঘ তাকে ধাওয়া করে। এসময় সে জীবন বাঁচাতে একটি বড় গাছে আশ্রয় নেন। পরে বিষয়টি মোবাইল ফোনে আমাদের জানালে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে প্রায় ১০/১২ জন তাকে উদ্ধারে যাই। বনের ভিতরে তার অবস্থান শনাক্ত করতে না পারায় বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সর্বশেষ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

এব্যারে স্থানীয় ইউপি সদস্য নাজমূল হাওলাদার জানান, বনে কাঁকড়া ধরতে গিয়ে ওমর মোল্লা নামের এক ব্যক্তি বাঘের ধাওয়া খেয়ে গাছে আশ্রয় নিয়েছে শুনে স্থানীরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছে।তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন