খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন, জানতে চান ফখরুল

গেজেট ডেস্ক

প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন- জানতে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সবক্ষেত্রে দুর্নীতির জন্য এখন বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিতে পারে বলে বিশ্ব খাদ্য সংস্থা শঙ্কা প্রকাশ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক বক্তব্যে দেশবাসীকে বিষয়টি নিয়ে সচেতন থাকার তাগিদ দিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘(প্রধানমন্ত্রী) কেন বলছেন, সমস্যাটা তো আমরাও বুঝতে পারছি না। কারণ, উনারা কিছুদিন আগেও দাবি করেছেন যে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন। আজকে কী এমন ঘটল যে তারা এখন ভয় পাচ্ছেন, একটা খাদ্যসংকট দেখা দেবে?’

প্রধানমন্ত্রী জনগণকে সাশ্রয়ী হতে বললেও প্রায় ৯ হাজার কোটি টাকা খরচ করে ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার উদ্যোগ এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্যসচিবের জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে বাড়ি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতা।

তিনি বলেন, ‘ইভিএম কিনতে যাচ্ছে একটা জালিয়াতির ভোট করার জন্য। অন্যদিকে, ৪৩ কোটি টাকা দিয়ে মন্ত্রিপরিষদের সচিব ও মুখ্য সচিবের জন্য বাড়ি তৈরি করা হবে। এটা অবিশ্বাস্য একটা ঘটনা।’

লোডশেডিং ও যানজট নিয়েও কথা বলেন ফখরুল। দাবি করেন, অব্যবস্থাপনা ও লুটপাটই এর কারণ।

জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার পর জুলাই থেকেই লোডশেডিং হচ্ছিল দেশে। গত ৪ অক্টোবর পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়ার পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে পরিস্থিতির অবনতি হয়েছে। ঢাকায় এখন বিদ্যুৎ যাচ্ছে গভীর রাতেও।

ফখরুল বলেন, ‘এত বেশি দুর্নীতি সবখানে, প্রতিটি খাতে, প্রতিটি ক্ষেত্রে, তাদের এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে সামাল দেয়া সম্ভব হচ্ছে না। সবখানে এত বেশি দুঃশাসন হয়েছে, মিস রুল হয়েছে যে নাথিং ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল। যে কারণে বিদ্যুতের সমস্যাটা তৈরি হয়েছে। তারা এখন বিদ্যুৎ দিতে পারছে না।’

বিমানবন্দর সড়কে প্রতিদিনকার যানজটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সকাল ৯টায় (উত্তরার) বাসা থেকে বের হয়েছি। এ পর্যন্ত (গুলশান-২ নম্বর) আসতেই আমার দুই ঘণ্টা লেগেছে। তারপরও পুরোটা আসতে পারিনি, আমাকে রিকশা নিয়ে ইউনাইটেড হাসপাতালের পেছন দিয়ে আসতে হয়েছে গাড়ি রেখে দিয়ে।’

উত্তরার এই সড়কে এই পরিস্থিতি তৈরি হয়েছে গাজীপুর থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত চলা বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের কারণে, যেটির কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল চার বছরে, কিন্তু চলছে ১০ বছর ধরে।

ফখরুল বলেন, ‘১০ বছর ধরেই জনগণকে এই ভোগান্তি দিচ্ছে। অর্থাৎ তাদের কোথাও কোনো ম্যানেজমেন্ট নেই, প্রশাসনের ওপর তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে গেছে।’

এদিন বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম ও ১২টায় এনডিপির নেতাদের সংলাপ করেন ফখরুল। আলোচনা শেষে বলেন, ‘এ সরকারের পতনে লক্ষ্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের সব বিরোধী দলের নেতা-কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুগপৎ আন্দোলন করব।’

এনডিপির সভাপতি কে এম আবু তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল, অন্যদিকে মাওলানা মনসুরুল হাসানের নেতৃত্বে জমিয়তে উলামায়ের ইসলামের নেতৃত্বে ১০ জন নেতা সংলাপে অংশ নেন।

আলোচনার সময় ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!