খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

মোংলা বিএনপির তিন নেতাসহ জামায়াত নেতাকে কারাগারে প্রেরণ

মোংলা প্রতিনিধি

মোংলা থানায় পুলিশের দায়ের করা নাশকতা মামলায় বিএনপি ও জামায়েতের নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার বাগেরহাট জেলা নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উচ্চ আদলতের জামিনে ছিলেন।

দ্রব্য মূল্যের উর্ধগতি ও পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে ২৮ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মোংলায় প্রতিবাদ সমাবেশর আয়োজন করে। সমাবেশকে কেন্দ্র করে থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ মান্নান হাওলাদার,জেলা মৎসজীবি দলের সদস্য সচিব গোলাম মোস্তফা শেখ ও জামায়াত নেতা কহিনুর সরদারকে আসামি করা হয়। পরবর্তীতে তারা উচ্চ আদালত থেকে জামিন নেন। আজ সেই জামিনের মেয়াদ শেষ হলে তারা বাগেরহাটের নিম্ন আদালতে জামিনের আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির তিনজনকে আটকের ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। এছাড়া আটককৃত বিএনপির নেতাদের দ্রুত মুক্তি দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা-সহ মোংলা পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!