খুলনা স্টেডিয়ামে আগামীকাল থেকে তিন দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু হবে। এতে ছয়টি জেলা দল অংশ নেবে। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী পর্ব আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন। কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুইয়া, জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুব হাসান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজি মোঃ হুমায়ুন, টুর্ণামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, হকি ফেডারেশনের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম মিতুল ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর এভিপি এন্ড ম্যানেজার মোঃ ফেরদাউস হাসান। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন।
সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। সাধারণ সম্পাদকের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল। অন্যান্যের মধ্যে হকি ফেডারেশনের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম মিতুল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার খুলনা ভেন্যুর কো-অর্ডিনেটর জিএম রেজাউল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বেলাল হোসেন উপস্থিত ছিলেন। খুলনা জেলা স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা দল সিরাজগঞ্জ জেলার দলের বিরুদ্ধে এবং বিকেল ৩টার উদ্বোধনী খেলায় খুলনা জেলা দল-বাগেরহাট জেলা দলের মোকাবেলা করবে।
খুলনা গেজেট/এসজেড