খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। রোববার (৯ অক্টোবর) খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ব নবী (স.) এর জীবনাদর্শের ওপর আলোচনা, র‍্যালি, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেছে।

কেসিসি : দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে নগর ভবনে পবিত্র কোরআন তেলওয়াত, বিশ্ব নবী (স.) এর জীবনাদর্শের ওপর আলোচনা, দোয়া মাহফিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরে বলেন, সমাজের সেই অন্ধকার দূর করার জন্যই মহান রাব্বুল আল-আমিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) কে পৃথিবীতে প্রেরণ করেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহর নির্দেশিত পথে জীবন অতিবাহিত করেন। একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুই তিনি পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন।

বিশ্বনবী (স.) তার শাসনামলেই সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেন। সেই আদর্শের ভিত্তিতে আমরাও এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। মহানবী (স.) এর রেখে যাওয়া জীবনাদর্শ ব্যক্তি জীবনে অনুসরণ ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের এহকাল ও পরকালীন জীবন শান্তিময় হবে বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র মুসলিম জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মুন্সী আব্দুল ওয়াদুদ, ফকির মো: সাইফুল ইসলাম, কাজী আবুল কালাম আজাদ বিকু, মো: হাফিজুর রহমান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, মাজেদা বেগম ও রেকসনা কালাম লিলি।

স্বাগত বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। মহানবী (স.) এর জীবনাদের্শর ওপর আলোচনা করেন খুলনা মহানগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলনা গোলাম কিবরিয়া, খুলনা আলিয়া মাদরাসার মোফাচ্ছের মাওলানা মুশফিকুর রহমান ও কেসিসি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহসান হাবীব।

কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মফিদুল ইসলাম টুটুলসহ কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র লাইসেন্স অফিসার মো: আব্দুর রহিম।

আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমতিরি সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী। অনুষ্ঠানের শেষ পর্বে সিটি মেয়র ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রশাসন

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ : রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) এর জন্মদিবস ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। এ সময়ে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. রবিন্দ্র নাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বিএমএ ছালাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, কামরুজ্জামান জামাল, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মো. ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মফিদুল ইসলাম টুটুল, মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, জামিল খান, অধ্যক্ষ ফ ম সালাম, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মানিকুজ্জামান অশোক, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এম এ নাসিম, মো. ইমরান হোসেন, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, শেখ হাসান ইফতেখার চালু, ফয়েজুল ইসলাম টিটো, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মো. জাকির হোসেন, সেলিম মুন্সি, নুরজাহান রুমি, ফেরদৌসী আলম রিতা, মাকসুদা খান পাখি, রেখা খানম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) এর জীবনের উপর আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করে দোয়া পরিচালনা করেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ. খ. ম জাকারিয়া এবং শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. আব্দুর রহীম খান।

বিএনপি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে রবিবার (৯ অক্টোবর) খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়ুর যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

আলোচনায় অংশ নেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, শেখ শাহিনুল ইসলাম পাখী, মুরশিদ কামাল, ইলিয়াস হোসেন মল্লিক, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এস এম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, রফিকুল ইসলাম বাবু, নাসির খান, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাফরী নেওয়াজ চন্দন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, মহিলা দলের আনজিরা খাতুন, নিঘাত সীমা, কওসারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, শারমিন আক্তার, শ্রমিক দলের আবু দাউদ দ্বীন মোহাম্মদ, আলমগীর তালুকদার, জাসাসের মোঃ আশরাফুল ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের হাফেজ জাহিদুর রহমান।

 

খুলনা প্রেসক্লাব : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম মোঃ ইফসুফ হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, সদস্য রফিউল ইসলাম টুটুল, আলমগীর হান্নান, হারুন-অর-রশীদ, গাজী মনিরুজ্জামান, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, জয়নাল ফরাজী, শেখ লিয়াকত হোসেন ও মোঃ নাজমুল হাসান, অস্থায়ী সদস্য মো. জাকারিয়া হোসেন তুষার, প্রবীর কুমার বিশ্বাস, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, শেখ ফেরদৌস রহমান, মোঃ সোহেল রানা, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইন, গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!