বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই (তৎকালীন ঢাকা স্টেডিয়াম) ক্যারিয়ারের একটা বড় সময় কেটেছে নওশেরুজ্জামানের। এই মাঠে রয়েছে তার অনেক কীর্তি- হোক সেটা জাতীয় দল কিংবা ক্লাব। সব খানেই ছিল তার সমান আধিপত্য। এমনকি ক্রিকেটেও ছিলেন পারদর্শী। যে মাঠে তার এতসব কীর্তি, সেখানেই আজ শেষ বিদায় জানানো হলো নওশেরুজ্জামানকে। এসময় হাজির হয়েছিলেন তার সাবেক সতীর্থরাও।
আগের দিন (সোমবার) রাতেই ইহজগত থেকে চিরবিদায় নেন নওশেরুজ্জামান। করোনাভাইরাসের ছোবলে সপ্তাহখানেক লাইফসাপোর্টে ছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ওপারের ডাক থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারেননি।
স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্যের বিদায় বেলায় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সোনালি অতীত ও ওয়ান্ডারার্সসহ আরও অনেকেই।
ঢাকার পর মুন্সিগঞ্জে হবে দ্বিতীয় জানাজা। এরপর গ্রামের বাড়ি চাঁদপুরে তৃতীয় জানাজা শেষে সেখানেই সমাহিত হবেন নওশেরুজ্জামান।
খুলনা গেজেট/এএমআর