সাজা ভোগ করে নিজ দেশে ফিরে যাচ্ছেন ৩১ জন জেলে। ১ মাস ৬ দিন সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের বাগেরহাট কারাগার থেকে পুলিশ পাহারায় শনিবার মোংলায় আনা হয়। তারপর তাদের ফিসিং বোটে করে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হয়। ৩১ আগস্ট বাংলাদেশী জলসীমায় প্রবেশ করে মাছ ধরা অবস্থায় বাংলাদেশী কোস্টগার্ড তাদের আটক করে।
জেল সুপার বাগেরহাট এসএম কামরুল হুদা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এর উপস্থিতিতে মুক্তি পাওয়া ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি প্রভাত মুন্দা’র কাছে হস্তান্তর করাহয়। পরিবর্তিতে পুলিশের এস্কটসহ ভারতীয়দের বাসে করে বাগেরহাট কারাগার থেকে মংলা থানায় নিয়ে আসা হয়।
মোংলা থানা পুলিশের হেফাজতে থাকা জেলেদের ফিসিং বোট ও অন্যান্য জিনিসপত্র বুঝে নিয়ে ভারতীয় জেলেরা ফিসিং বোট যোগে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
উল্লেখ্য ৩১ আগস্ট সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের জলসীমা থেকে তাদের আটক করে। এ সময় জেলেদের ব্যবহৃত ট্রলার এফভি মঙ্গল চান্দী-২৫, এফভি মঙ্গল চান্দী-৩ এবং তাতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে।
খুলনা গেজেট/এসজেড