আইসিসির বৈশ্বিক কিংবা এসিসির এশিয়া কাপের আসর ছাড়া ভারত এবং পাকিস্তানের দ্বৈরথ দেখা এখন দায়। পুরুষদের ক্রিকেটের পাশাপাশি একই অবস্থা নারীদের ক্রিকেটেও।
তবে আশার কথা এশিয়া কাপের মধ্য দিয়ে পুরুষদের ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ধ্রুপদী লড়াই দেখা গিয়েছে। এবার নারীদের এশিয়া কাপেও দেখা যাবে দুই দলের লড়াই। সিলেটে চলছে এবারের নারী এশিয়া কাপ।
টুর্নামেন্টের ১৩তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শুক্রবার (৭ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে মাঠে গাড়বে ম্যাচটি। পাকিস্তানের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচের সবগুলোতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলে সবার শীর্ষে অবস্থান করছে ভারতীয় নারী দল। অপরদিকে সমান ম্যাচ খেলে দুই জয় ও এক হারে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান।
পারফম্যান্স এবং পরিসংখ্যান সব বিবেচনায় বেশ এগিয়ে আছে ভারতীয় নারী দল। আসরের হট ফেভারিট ভারত সবশেষ পাকিস্তানের সঙ্গে পাঁচ দেখায়, সবগুলোতেই জিতেছে। আর সব মিলিয়ে ১২ বারের দেখায় ভারত জিতেছে ১০ ম্যাচেই। পাকিস্তানের জয় মাত্র দুইটিতে।
সবশেষ ২০১২-১৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। এছাড়া চলতি এশিয়া কাপে বৃহস্পতিবার (৬ অক্টোবর) থাইল্যান্ডের বিপক্ষে হার দেখেছে দলটি। আসরের সবচেয়ে বড় অঘটনের জন্মের পরদিনই ভারতের বিপক্ষে ম্যাচ। বেশ পিছিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তানের নারীরা। ভারতের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত।