ভাঙ্গা-গড়া, সুসংবাদ আর দুঃসংবাদের মধ্য দিয়ে জিএম কাদেরপন্থী জাপা খুলনা জেলা সম্মেলনের প্রস্ততি নিচ্ছে। নভেম্বরের মাঝামাঝি অথবা ডিসেম্বরের প্রথমার্ধে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। রওশনপন্থীদের কেন্দ্রীয় কাউন্সিলের পর কাদের অংশের সমর্থন জানান দিতে শোডাউন থাকবে জেলা সম্মেলনে। পাঁচ বছর আগে খুলনা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ২৫ নভেম্বর কেন্দ্রীয় কাউন্সিল আহবানের পর দলের মধ্যে চিড় ধরেছে। এ সম্মেলনকে বৈধ বলে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা দল থেকে বহিস্কার হয়েছেন। তার বহিস্কারের পর বিভিন্ন অংশ থেকে কর্মীরা প্রতিবাদের ঝড় তোলে। খুলনায়ও চিফ হুইপ রাঙ্গার সমর্থকরা ঐ ভাষ্যকে স্বাগত জানান। এরপর থেকে মূলত খুলনায় দলে দ্বিধাবিভক্তি এসেছে।
কেন্দ্রীয় কাউন্সিল ডাকার পর সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, নগর শাখার সাবেক সদস্য সচিব মোল্লা শওকাত হোসেন বাবুল, কেন্দ্রীয় সদস্য এড. মাসুদুর রহমান দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের পক্ষে অবস্থান নিয়েছেন। খুলনার পরিস্থিতি জানতে মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি ১৭ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে আহবান জানান। এসময় অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা উপস্থিত ছিলেন। মহাসচিব তৃণমূল পর্যায়ে জাপাকে সংগঠিত করতে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির সম্মেলনের নির্দেশনা দেন। এ আলোকে দলের জেলা কার্যালয়ে ১৭ সেপ্টেম্বর রূপসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলার নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতি শফিকুল ইসলাম মধু এ প্রতিবেদককে জানান, বৈঠকে উল্লিখিত তিন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ২৫ নভেম্বর কাউন্সিলকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করেন। জেলা জাপার সভাপাতি তথ্য দিয়েছেন রূপসা উপজেলার শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ মোড়ল, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, তেরখাদা উপজেলার সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি এড. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সরদার জিয়াউল ইসলাম সভায় জিএম কাদেরের নেতৃত্বের প্রতি সমর্থন জানান।
খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান এ প্রতিবেদককে জানান, দলকে সংগঠিত করতে তৃণমূল পর্যায় থেকে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন ও উপজেলা সম্মেলন শেষে জেলা সম্মেলনের আয়োজন হবে। তবে তা নভেম্বর অথবা ডিসেম্বরে।
খুলনা গেজেট/ টি আই