মুর্শিদা খাতুন আর অধিনায়ক নিগার সুলতানার দারুণ দুই ফিফটি শুরুর ঝাপটা সামলে বাংলাদেশকে এনে দিয়েছিল ১২৯ রানের বড় পুঁজি। এরপর ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে মালয়েশিয়ার বিপক্ষে ৮৮ রানের বিশাল এক জয় এনে দিয়েছে স্বাগতিকদের।
পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। এই টস হারটা ম্যাচের ফলাফলে বড় প্রভাবই রেখেছিল সেদিন। আজ সে দুর্ভাগ্য সঙ্গী হয়নি নিগারদের। মালয়েশিয়ার বিপক্ষে টস জেতে স্বাগতিকরা, নেয় ব্যাট করার সিদ্ধান্ত।
ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই খুইয়ে বসেছিল শামিমা সুলতানার উইকেট। ফারজানা হককে সঙ্গে নিয়ে মুর্শিদা খাতুন সামলে নেন শুরুর ধাক্কা, যদিও পাওয়ারপ্লেতে বাংলাদেশ রান তুলতে পারেনি তেমন, ৬ ওভার শেষে ওঠে মোটে ২০ রান।
তিনে নামা ফারজানা এরপরই বিদায় নেন। মাহিরা ইজ্জাতির বলে স্টাম্পড হয়ে ফেরার আগে তিনি করেন ১০ রান।
এরপর উইকেটে আসেন অধিনায়ক নিগার। এসেই শুরু করেন পাল্টা আক্রমণ। ৬টি চার আর ১ ছক্কায় ৩৪ বল খেলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। ওপাশে মুর্শিদা ৫৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তাদের জুটিতে উঠে আসে ৬৩ বলে ৮৭ রান। এরপর ফাহিমা খাতুন আর মুর্শিদাকে হারালেও বাংলাদেশ তুলে ফেলে ১২৯ রানের পুঁজি।