বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে নৌবাহীনির টহল জাহাজের হাতে বিভিন্ন সময়ে আটককৃত ১৩৫ জন ভারতীয় জেলের সাজার মেয়াদ শেষ হওয়ায় বাগেরহাট জেলা কারাগার হতে পুলিশ প্রহরায় তাদেরকে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে মোংলায় নিয়ে আসা হয়।
গত ২৯ জুনে ৬৮ জন ও ৩০ জুনে ৬৭ জনসহ মোট ১৩৫ জন বাংলাদেশী জলসীমানায় প্রবেশ করে মাছ ধরা অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী তাদের আটক করে।
বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা ও বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এর উপস্থিতিতে মুক্তি পাওয়া এ সকল ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারি হাইকমিশনার ইন্দর জিৎ সাগর এর নিকট হস্তান্তর করা হয়। পরিবর্তিতে পুলিশের এস্কটসহ ভারতীয়দের তিনটি বাসে করে বাগেরহাট কারাগার থেকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
মোংলা থানা পুলিশের হেফাজতে থাকা জেলেদের ফিসিং বোট ও অন্যান্য জিনিসপত্র বুঝে নিয়ে ভারতীয় জেলেরা ফিসিং বোট যোগে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
খুলনা গেজেট/ টি আই