শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

কাবুলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন আত্মঘাতী হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। খবর আল-জাজিরার।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, আজ শুক্রবার সকালে পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এলাকাটিতে সংখ্যালঘু হাজারা সম্প্রদায় ও শিয়াদের বসবাস।

খালিদ জাদরান বলেন, ওই স্কুলে শিক্ষার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই একটি আত্মঘাতী বোমা হামলা হয়। দুর্ভাগ্যক্রমে সেখানে ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে রক্তাক্ত মরদেহগুলো ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

হতাহতদের মধ্যে উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়েরা রয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ওই স্কুলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আফগানিস্তানে শুক্রবার সব স্কুল সাধারণত বন্ধ থাকে, যোগ করেন জাদরান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন