মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাখালী মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।

অভিযানে ভাই ভাই আয়রন ষ্টোরের (পুরানো লোহা লক্কর ও ভাঙ্গারী) ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার এবং ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ্‌ টেলিকমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিন একই সময় কাটাখালী মোড় এলাকায় সরকারি খাল ও সরকারি রাস্তা অবৈধ ভাবে দখল করে রাখা বিভিন্ন স্থাপনায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন মডেল থানার এস আই সনজিব কুমার পালসহ পুলিশের একটি দল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন