বাগেরহাটের রামপালে প্রতিবন্ধী লাকি বেগম ও তার ছেলে মোঃ সজিব (২২)কে মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রামপাল উপজেলার বাশতলি ইউনিয়নের গিলাতলা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গিলাতলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় স্থানীয়রা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাসতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমান, মল্লিক মহিদুল ইসলাম, শেখ সরোয়ার হোসেন, কবির হোসেন, আনোয়ার হোসেন, বুলু হাওলাদার, ইমরান হোসেন, নারী ইউপি সদস্য সায়েরা বেগম, নাজমা আরিফ, আহত লাকি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, লাকি একজন হতদরিদ্র নিরিহ প্রতিবন্ধী মানুষ। তিন বছর আগে জমি ক্রয়ের জন্য গিলাতলা এলাকার হায়দার মল্লিককে ৫০ হাজার টাকা প্রদান করেন লাকি বেগম। জমি না দিয়ে টাকা নিয়ে ঘোরাতে থাকেন হায়দার। সেই টাকা চাইতে গেলে হায়দার মল্লিক ও তার লোকজন লাকি বেগম ও তার ছেলে মোঃ সজিবকে বেধরক মারধর করে। ঘটনার তিনদিন পার হয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। উল্টো লাকি ও তার ছেলের নামে মামলা দায়েরের হুমকী দিচ্ছে হামলাকারীরা। অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে গিলাতলা এলাকায় লাকি বেগম ও তার ছেলে সজিব এর উপর হামলা করে হায়দার মল্লিক ও তার লোকজন। এরপর থেকে সজিব রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
খুলনা গেজেট/ টি আই