শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে এক ভুয়া দন্ত চিকিৎসকদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) বুধবার দুপুরে শহরের এইচ এস এস সড়কে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদাণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী।

তিনি জানান, এইচ এস এস সড়কের সোনালী ব্যাংকের পশ্চিম পার্শে দি ওরাল ডেন্টাল এন্ড ডেন্টিন্স কেয়ারে বিপ্লব কুমার দাস নামের এক ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপচিকিৎসা দিয়ে আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়।

সে সময় অননুমোদিত ভাবে এ্যালোপ্যাথীক চিকিৎসা ও অনুমোদনহীন চিকিৎসা দেওয়ার অপরাধে বিপ্লব কুমার দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ফারহানা ইয়াসমিনসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন