নারীদের এশিয়া কাপের অষ্টম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সূচি ঘোষণা করা হয়। আগামী ১ অক্টোবর থেকে খেলা শুরু হবে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে সিলেটে।
মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৭টি দলের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে একে-অপরের মুখোমুখি হবে দলগুলো। ১৫ অক্টোবর হবে ফাইনাল।
এবারের আসরের আয়োজক বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালে হওয়া সপ্তম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সালমা-জাহানারারা। এবার ঘরের মাঠে তাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।
এশিয়া কাপের সময়সূচি-
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১ অক্টোবর | বাংলাদেশ-থাইল্যান্ড | আউটার স্টেডিয়াম | সকাল ৯টা |
১ অক্টোবর | ভারত-শ্রীলঙ্কা | আউটার স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
২ অক্টোবর | পাকিস্তান-মালয়েশিয়া | আউটার স্টেডিয়াম | সকাল ৯টা |
২ অক্টোবর | শ্রীলঙ্কা-আরব আমিরাত | আউটার স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
৩ অক্টোবর | পাকিস্তান-বাংলাদেশ | আউটার স্টেডিয়াম | সকাল ৯টা |
৩ অক্টোবর | ভারত-মালয়েশিয়া | আউটার স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
৪ অক্টোবর | শ্রীলঙ্কা-থাইল্যান্ড | আউটার স্টেডিয়াম | সকাল ৯টা |
৪ অক্টোবর | ভারত-আরব আমিরাত | আউটার স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
৫ অক্টোবর | আরব আমিরাত-মালয়েশিয়া | আউটার স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
৬ অক্টোবর | পাকিস্তান-থাইল্যান্ড | সিলেট স্টেডিয়াম | সকাল ৯টা |
৬ অক্টোবর | বাংলাদেশ-মালয়েশিয়া | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
৭ অক্টোবর | থাইল্যান্ড-আরব আমিরাত | সিলেট স্টেডিয়াম | সকাল ৯টা |
৭ অক্টোবর | ভারত-পাকিস্তান | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
৮ অক্টোবর | শ্রীলঙ্কা-মালয়েশিয়া | সিলেট স্টেডিয়াম | সকাল ৯টা |
৮ অক্টোবর | ভারত-বাংলাদেশ | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
৯ অক্টোবর | থাইল্যান্ড-মালয়েশিয়া | সিলেট স্টেডিয়াম | সকাল ৯টা |
৯ অক্টোবর | পাকিস্তান-আরব আমিরাত | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
১০ অক্টোবর | শ্রীলঙ্কা-বাংলাদেশ | সিলেট স্টেডিয়াম | সকাল ৯টা |
১০ অক্টোবর | ভারত-থাইল্যান্ড | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
১১ অক্টোবর | বাংলাদেশ-আরব আমিরাত | সিলেট স্টেডিয়াম | সকাল ৯টা |
১১ অক্টোবর | পাকিস্তান-শ্রীলঙ্কা | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
১৩ অক্টোবর সকাল ৯টা | প্রথম সেমিফাইনাল | সিলেট স্টেডিয়াম | সকাল ৯টা |
১৩ অক্টোবর | দ্বিতীয় সেমিফাইনাল | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |
১৫ অক্টোবর | ফাইনাল | সিলেট স্টেডিয়াম | দুপুর ১.৩০ |