মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে মন্দিরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার চুরি

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার পঞ্চপল্লী মাতৃমঙ্গল কেন্দ্রীয় দূর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। রবিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চপল্লী মাতৃমঙ্গল কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক তারক চন্দ্র মন্ডল বলেন, শংকর মন্ডল সোমবার সকাল ৬ টার দিকে মন্দিরে প্রণাম করতে যান। এ সময় তিনি মন্দিরের গেটের ও অফিস রুমের তালা ভাঙ্গা দেখে সকলকে খবর দেন। আমরা এসে দেখি অফিস রুমে রক্ষিত আলামারীর ড্রয়ারের তালা ভাঙ্গ। সেখান থেকে স্বর্ণের ১৫ টি টিকলী, ২০ টি টিপ, ১০ টি চীত ও পিতলের একটি দর্পন নিয়ে গেছে। যার মূল্য কমপক্ষে এক লক্ষ টাকা। আসন্ন দূর্গা পুজার আগে স্বর্ণালঙ্কার চুরি যাওয়ায় মায়ের ভক্তরা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।’

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক মৌখিক অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন