মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার গোড়ানালুয়া এলাকার পুকুর থেকে এক বছর বয়সী শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলকাবাসি। মৃত শিশুটির নাম তাসিন শেখ। সে গোড়ানালুয়া এলাকার আরমান শেখের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, আরমান শেখের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। পরিবারের সকলে অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ মামুন হাসান জানান, সোমবার বেলা ১১ টার দিকে তাসিনকে জরুরী বিভাগে আনা হয়। পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন