শনিবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন যশোর শিক্ষাবোর্ডে বাংলা ২য় পত্রের সৃজনশীল পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার আটশ’ ১২ পরীক্ষার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী যশোর বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হলেও এমসিকিউ পরীক্ষা হয়নি। তবে বাকি সকল বোর্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আন্ত:শিক্ষাবোর্ডের সাথে আলোচনা করে পরবর্তীতে যশোর বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, শনিবার যশোর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রে এক লাখ ৬২ হাজার চারশ’ ৯৫ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৬০ হাজার ছয়শ’ ৮৩ জন। বাকি এক হাজার আটশ’ ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এরমধ্যে যশোরে দুইশ’ ৮৯ জন, খুলনায় দুইশ’ ৪৬, বাগেরহাটে একশ’ ৩৩, সাতক্ষীরায় একশ’ ৯৫, কুষ্টিয়ায় একশ’ ৯১, চুয়াডাঙ্গায় একশ’ ৬৪, মেহেরপুরে ৯০, নড়াইলে একশ’ ১৮, ঝিনাইদহে দুইশ’৭০ এবং মাগুরা জেলায় একশ’ ১৬ জন পরীক্ষার্থী এদিনের পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী যশোর শিক্ষাবোর্ডের অধিনে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা হয়নি। বোর্ড কর্তৃপক্ষ এ পরীক্ষাটি স্থগিত করেছে।
উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৫ সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার দুটি এবং লোহাগড়া উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের স্থানে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হয়েছিলো। এ পরীক্ষা নিয়ে যাতে কোন বির্তক না হয় সেই কারণে বোর্ড কর্তৃপক্ষ বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা (এমসিকিউ) স্থগিত করে।
খুলনা গেজেট/ টি আই