মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে এসএসসি পরীক্ষার নিয়ম ভঙ্গ, তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে এসএসসি পরীক্ষার নিয়ম-শৃংখলা ভঙ্গ করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত । শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা এ অর্থদন্ডাদেশ দেন।

অর্থদন্ডাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চিতলমারী উপজেলা শাখার সভাপতি তাপস কুমার বাড়ৈর ভাই ভাই লাইব্রেরী, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিকদারের আসলাম লাইব্রেরী ও একটি ফটোকপির দোকান। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা জানান, চিঠিদ্বারা অবগতি করার পরও ওই প্রতিষ্ঠান গুলো এসএসসি পরীক্ষার নিয়ম-শৃংখলা ভঙ্গ করে দোকান খোলা রাখে। সেই অপরাধে প্রতিষ্ঠান গুলোকে অর্থাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন