Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং ও জরিমানা

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশী রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলার কুলবাড়িয়া বাজারে সেলুন মালিক ফিরোজ হোসেনসহ তিনজনকে মাস্ক পরিধান না করার দায়ে ৫শ’ টাকা, শহরের কসাই মোড়ে প্লাষ্টিক বোতলে জ্বালানী পেট্রোল বিক্রয়ের অপরাধে পাঁচ হাজার ও অনুমতিপত্র ছাড়া বিপদজনক ভাবে গ্যাস ভরা সিলিন্ডার বিক্রয়ের অপরাধে লতিফ ষ্টোরের মালিক সিদ্দিকুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।

এসময় তিনি প্লাষ্টিকের বোতল পুড়িয়ে ধ্বংস করেন । এছাড়াও তিনি পেঁয়াজের বাজার উর্ধ্বগতি রোধে কুলবাড়ীয়া হাট মনিটরিংসহ কাঁচামাল ব্যবসায়ীদের সতর্ক করেন । এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী কাউসার আলী এবং থানা পুলিশ সদস্যরা ।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন