মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ইজিবাইক চুরি করার সময় চক্রের একজন আটক

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট ডাকবাংলা মোড় থেকে ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাসেল খান (২৮) নামে চোর চক্রের এক সদস্যকে জনতা হাতে-নাতে আটক করে। পরে তাকে মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয় ।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে , শুক্রবার দুপুর ১২টার দিকে ডাকবাংলা মোড়ে জনৈক এলাকায় লিয়াকত শেখ তার ব্যবহৃত ইজিবাইকটি রাখেন। কিছু সময় পর তার ইজিবাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে সে আটক হয়। এ ঘটনায় চালক বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে একাধিক ইজিবাইক ও মটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন