এশিয়া কাপের সুপার ফোর-এ টানা দুই হার দেখেছে ভারত। তবুও ফাইনালে যাওয়ার শেষ একটা সুযোগ আছে তাদের। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। সেই সঙ্গে রোহিতদের প্রার্থনা করতে হবে পাকিস্তান যেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুই ম্যাচে হারে। কিন্তু আজকের ম্যাচে পাকিস্তান যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় ভারতের কোনো সুযোগ থাকবে না।
পর পর দু’ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। আফগানিস্তান ও ভারতকে হারানোর সুবাদে শ্রীলঙ্কার পয়েন্ট ৪। তাদের নেট রানরেট +০.৩৫১। অন্য দিকে পর পর দু’ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। দুই ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট শূন্য। নেট রানরেট -০.১২৫।
এক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। বাবর আজমদের নেট রানরেট +০.১২৬। চার নম্বরে রয়েছে আফগানিস্তান। এক ম্যাচ খেলে তাদের পয়েন্ট শূন্য। রশিদ খানদের নেট রানরেট -০.৫৮৯।
অর্থাৎ পাকিস্তান পরের দুই ম্যাচ হারলে আর ভারত তাদের বাকি ম্যাচটিতে জিতলে তখন নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকা দল ফাইনাল খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। ভারতের ফাইনালে যাওয়ার এই একটা উপায়ই আছে।