ঝিনাইদহের মহেশপুর উপজেলার নবলোক পরিষদ নামক একটি এনজিও’র একজন গ্রাহকের কাছ থেকে ৯ হাজার ৯৯০ টাকায় তিন মাসে সুদ আদায় করেছে ৫ হাজার ২৯২ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী ঋণগ্রহিতারা।
জানা গেছে, মহেশ পুর উপজেলার নস্তি গ্রামের শুকুর আলীর স্ত্রী মোছাঃ রওশনার বেগম নবলোক এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এনজিওটি’র মাঠ কর্মীরা তিন মাসে ওই নারীর কাছ থেকে আসল আদায় করেছে ৯ হাজার ৯৯০ টাকা। আর এর সাথে সুদ নিয়েছে ৫ হাজার ২৯২ টাকা। করোনা ভাইরাস পরিস্থিতিে ওই এনজিও কর্মীরা জুলুমবাজী করে এভাবে অস্বাভাবিক ভাবে টাকা করেছে বলে অভিযোগ উঠেছে। সরকারের নির্দেশনা অমান্য করে তারা করোনা পরিস্থিতিতেও জোর করে টাকা আদায় করেছে বলে জানিয়েছে একাধিক সুত্র।
তবে এনজিওটির মহেশপুর শাখায় দায়িত্বে থাকা ম্যানেজার এসব অভিযোগ অস্বীকার করেন।
খুলনা গেজেট/এআইএন