মোংলা বন্দর সচল থাকলে সচল থাকবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি। এবন্দর নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং চালু রাখার দাবিতে ৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় মানববন্ধনে একথা বলেন মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের নেতারা।
মানববন্ধনে নেতারা বলেন, বর্তমান সময়ে মোংলা বন্দর যখন উন্নয়ের রোল মডেলে পরিণত হচ্ছে ঠিক সেই সময় কিছু কুচক্রি এবন্দরের উন্নয়ন কাজে বাধা সৃস্টি করছে, তারা বন্দরের ইনারবার ড্রেজিং বাধাগ্রস্থ করতে বাভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। মৃত এই বন্দর যখন মাথা উচু করে দাড়াচ্ছে, শ্রমিক কর্মচারিরা যখন দু’বেলা দু’মুঠো ভাত খেতে পারছে ঠিক তখনি একটি কুচক্রি মহল ও কিছু দেশি বিদেশি এনজিও এ বন্দরের উন্নয়নের কাজে বাধাগ্রস্থ করতে নানারকম পায়তারায় লিপ্ত। এ সময় নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যারা মোংলা বন্দর নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সেন্টু, সহ-সাধারন সম্পাদক হুমায়ন কবির পলাশ, শ্রমিক নেতা টিপু সুলতান, বেল্লাল হোসেন, হাকিম সরদার, জাহাঙ্গির সরদার, সেকেন্দার আলী, মোঃ মোস্তফা কামাল, বাবুল হোসেন, আনোয়ার হোসেন, জামাল হোসেন, মোঃ রাব্বি প্রমূখ।