শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হার দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রথম ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। তাও আবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। প্রতিপক্ষ ছিল ক্রিস্টাল প্যালেস। তাদের বিপক্ষে জয় প্রত্যাশিতই ছিল।

কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির সম্মিলন ঘটেনি। ক্রিস্টালের কাছে ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচেই ৩-১ ব্যবধানে হেরে গেছে রেড ডেভিলসরা। ছয় বছর পর ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে হার মানলো ম্যানইউ।

শনিবার ৭ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। এ সময় অ্যান্ড্রোস টাউনসেন্ড গোল করে এগিয়ে নেন ক্রিস্টাল প্যালেসকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়। দ্বিতীয়ার্ধে হয় তিনটি গোল। তার মধ্যে দুটি করে ক্রিস্টাল। একটি করে ম্যানইউ।

বিরতির পর ৭৪ মিনিটে পেনাল্টি পায় ক্রিস্টাল। পেনাল্টি থেকে ম্যানইউর সাবেক ফুটবলার উইলফ্রেড জাহা গোল করে ব্যবধান ২-০ করেন। অবশ্য ৮০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা ডনি ফন ডে বেক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচেই গোল করে ব্যবধান কমান।

কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। ৮৫ মিনিটে জাহা তার দ্বিতীয় গোলটি করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন