খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস
  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ নিহত ২

হারের বদলা নিতে যে পরিকল্পনা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

প্রথম পর্বেই দেখা হয়েছিল দু’দলের। হাইভোল্টেজ ম্যাচটিতে পাকিস্তান হেরে গেলেও দর্শকরা সন্তুষ্টচিত্তেই মাঠ ছেড়েছে। কারণ, ম্যাচটি পুরোপুরি একপেশে ছিল না। লড়াই হয়েছে অন্তত।

তবে, সেটা দর্শকদের কাছে। পাকিস্তানের কাছে স্রেফ এটা পরাজয়ই। এক সপ্তাহের ব্যবধানে আবারও দেখা হচ্ছে দু’দলের। এবার বাবর আজমদের চিন্তায় শুধুই প্রতিশোধ। যদিও খেলোয়াড়োচিত মনোভাবের কারণে, প্রতিশোধ শব্দটা কেউ মুখেই আনতে রাজি নন।

বাবর আজমরা কি পারবেন গত রোববারের হারের বদলা নিতে? রোহিত শর্মার দলকে হারাতে কী পরিকল্পনা করেছেন তারা। আজ (শনিবার) সে সব কথাই জানালেন পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, বাড়তি উৎসাহ। সম্মানের লড়াইও বটে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া বাবররা। দু’দেশের সমর্থকরাই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার থেকে এই ম্যাচে জয়কেই বেশি গুরুত্ব দেন বেশি। দু’দলেই চোট আঘাতের সমস্যা রয়েছে। খেলাধুলায় এ রকম সমস্যা থাকেই। তাই কে আছ, কেন নেই’ এ হিসাবে যেতে নারাজ পাক শিবির।

এশিয়া কাপে ছন্দে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ভারত এবং হংকং, দু’দলের বিরুদ্ধেই রান পেয়েছেন। এই উইকেট রক্ষক-ব্যাটার বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে ম্যাচে সব সময়ই চাপ থাকে। গোটা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। আমাদের মতোই চাপ থাকবে ভারতের উপরও। মাঠে যারা সাহসী থাকতে পারবে, শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে।’

সতীর্থদের বিশেষ পরামর্শ দিয়েছেন রিজওয়ান। বলেছেন, ‘দলের সবাইকে বলেছি সামনে ভারত থাকুক বা হংকং, খেলা হবে ব্যাট এবং বলের। সাধারণ থাকতে হবে আমাদের। বাড়তি কিছু চেষ্টা করার দরকার নেই। এটা অবশ্যই বড় ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী। আমরা কঠোর পরিশ্রম করতে পারি। সেটাই করতে হবে। কারণ, ফলাফল আমাদের হাতে নেই।’

হংকংকে হারানোর পর পাকিস্তানের প্রাথমিক লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে ওঠা। রিজওয়ান বলেছেন, ‘আমরা ভাল ক্রিকেট খেলে ফাইনালে উঠতে চাই। আমাদের সেরা পারফরম্যান্স দেখতে চান সমর্থকরা। মাঠে এবার সেটা করে দেখাতে ছেলেরা সবাই তৈরি। রোববারের ম্যাচে জয় ছিনিয়ে নিতে আমাদের চেষ্টার কোনও কমতি থাকবে না।’

টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!